শত্রুদের যম ভারতীয় এই ৮ কমান্ডো বাহিনী দেখেনিন
ফোর্স ওয়ান— ২৬/১১ হামলার পর এই কম্যান্ডো বাহিনী তৈরি করেছে মহারাষ্ট্র সরকার। এদের মূল কাজ মুম্বইকে রক্ষা করা। বাণিজ্য নগরীর বুকে যে কোনও ধরনের সন্ত্রাস প্রতিরোধে এই বাহিনীকে তৈরি করা হয়েছে। ফোর্স ওয়ান-
এর কম্যান্ডোদের এমনভাবে প্রশিক্ষিত করা হয়েছে যে মাত্র ১৫ মিনিটে এরা শত্রুপক্ষের উপরে হামলা চালাতে সক্ষম। ফোর্স ওয়ান কম্যান্ডো বাহিনীতে যোগদানের জন্য ৩০০০ আবেদনপত্র জমা পড়েছিল। কিন্তু, তার মধ্যে মাত্র ২১৬ জনকে বেছে নেওয়া হয়েছে।
প্যারাকম্যান্ডো— প্যারা কম্যান্ডো ইউনিট। ১৯৬৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে এই কম্যান্ডো ইউনিটটি তৈরি করা হয়েছিল। এদের কাজ হল আকাশ থেকে ঝাঁপ দিয়ে শত্রুপক্ষের উপরে হামলা করে পদাতিক বাহিনীর অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া। রোজ ৬০ কেজি ওজনের জিনিসপত্র পিঠে চাপিয়ে অন্তত ২০ কিলোমিটার দৌড়তে হয় এই কম্যান্ডো বাহিনীর সদস্যদের। সাড়ে তেত্রিশ হাজার ফুট উপর থেকে ঝাঁপ দিতে সক্ষম এরা। আকাশপথে শত্রুর এলাকায় অনুপ্রবেশ থেকে শুরু করে সমুদ্রপথে হামলায় দক্ষ এই বাহিনী। প্যারাকম্যান্ডোরারা ভারতীয় সেনাবাহিনীর একমাত্র ইউনিট, যাদের শরীরে ট্যাটু আঁকার অনুমতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
মার্কোস— ভারতীয় নৌসেনাবাহিনীর কম্যান্ডো। জলে শত্রুর মোকাবিলায় ওস্তাদ এরা। এমনকী, জলের তলাতেও এরা সমান তালে লড়াই করতে সক্ষম। ১৯৮৭ সালে এই কম্যান্ডোবাহিনীকে তৈরি করা হয়। ঝিলম নদীর মতো খরাস্রোতা পাহাড়ি নদী এবং বুলর লেকের মতো স্থানেও মার্কোস তাঁর লড়াইয়ের দক্ষতায় সকলকে চমকে দিয়েছে। শত্রুপক্ষ এদের ‘দাড়িওয়ালা ফৌজ’ বলেও ডাকে।
মার্কোসের প্রশিক্ষণ এতটাই ভয়ানক যে, ৮০ শতাংশ জওয়ানই বাহিনী ছেড়ে পালিয়ে যায়। মার্কোসের সদস্য হওয়ার জন্য যে শারীরিক পরীক্ষা দিতে হয়, তাকে ভয়ঙ্কর বললেও কম বলা হবে। মার্কোস কম্যান্ডোরা বিশ্বের হাতে গোনা সেই সেনা, যারা আকাশ থেকেও ঝাঁপ দিয়ে লড়াইয়ে সক্ষম। মার্কোস কম্যান্ডোদের হাতে থাকে ইজরায়েলে তৈরি টাভোর টার ২১ অ্যাসল্ট রাইফেল। যেহেতু জলে থেকে লড়াই করে মার্কোস, তাই তাদের সমস্ত অস্ত্র ওয়াটারপ্রুফ। জলের তলায় ঘণ্টার পর ঘণ্টা থাকলেও অস্ত্রের কিছু হয় না।
কোবরা— ‘হয় মরো না হয় মারো’। এটাই কোবরা কম্যান্ডো বাহিনীর আপ্তবাক্য। জঙ্গলের মধ্যে যে কোনও ধরনের গেরিলা যুদ্ধে সক্ষম এই বাহিনী। ২০০৮ সালে মূলত মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করতে এই বাহিনী তৈরি করা হয়েছিল। কোবরা কম্যান্ডোরা এতটাই দক্ষ যে, মুহূর্তের মধ্যে জঙ্গলে শত্রুর চোখে ধুলো দিতে পারে। তারা এমন পোশাক এবং মুখে রঙ মেখে অভিযানে নামে যে, চট করে জঙ্গলে তাদের দেখে ফেলা কঠিন। প্যারাসুট নিয়ে ঝাঁপ দিয়েও অভিযানে সক্ষম কোবরা।
কেন্দ্রীয় পুলিশ বাহিনীর অধীনে আসে কোবরা কম্যান্ডো বাহিনী। অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইনসাস রাইফেল থেকে একে ৪৭, এক্স ৯৫-এর মতো আগ্নেয়াস্ত্রে সজ্জিত। কোবরা কম্যান্ডোদের নিশানা এতটাই নিখুঁত যে, যে কোনও স্থান থেকে শত্রুকে গুলি করে খতম করা এদের কাছে জলভাত।
গরুড়— পুরাণে উল্লিখিত গরুড়ের নামে এই কম্যান্ডো বাহিনীর নাম। ভারতীয় বায়ু সেনার অধীনে এই কম্যান্ডো বাহিনী। ‘আক্রমণই হল বাঁচার মন্ত্র’— এই আদর্শেই অনুপ্রাণিত গরুড় কম্যান্ডো বাহিনী। ২০০৪ সালে এই কম্যান্ডো বাহিনী তৈরি করা হয়েছিল। এদের প্রশিক্ষণ এতটাই কঠিন যে, একজন বায়ু সেনার জওয়ানের পুরোপুরি গরুড়
কম্যান্ডো হতে অন্তত ৩ বছর সময় লাগে। অ্যান্টি-হাইজ্যাকিং থেকে শুরু করে প্যারাট্রুপিং, বরফের মধ্যে লড়াইয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। নৌসেনার কম্যান্ডো বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীর অ্যান্টি ইনসার্জেন্সি এবং জঙ্গল ওয়ার-ফেয়ার স্কুলেও গরুড় কম্যান্ডোদের প্রশিক্ষণ দেওয়ানো হয়। চলতি বছরের জানুয়ারিতে পাঠানকোট বায়ু সেনা ঘাটিতে জঙ্গিদের খতম করতে নামানো হয়েছিল গরুড় কম্যান্ডোদের।
ঘাতক— ভারতীয় পদাতিক বাহিনীর কম্যান্ডো এরা। ২০ জন সদস্যের এই কম্যান্ডো বাহিনীর প্রাথমিক লক্ষ্যই হল নিশানায় চোখের পলকে হামলা করা এবং শত্রুপক্ষকে হতভম্ব করে দেওয়া। মূল বাহিনীর সাহায্য ছাড়াই যাতে এরা অভিযান চালাতে পারে, সেভাবে প্রশিক্ষিত করা হয় এদের।
দুর্গম পাহাড়ের গা বেয়ে যে কোনও উচ্চতায় উঠে যেতে পারে ঘাতক কম্যান্ডো বাহিনী। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে এই কম্যান্ডো বাহিনীকে নামানো হয়েছিল।
স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স— ইন্দো-চায়না যুদ্ধের সময়ে এই কম্যান্ডো বাহিনীর গঠন হয়েছিল। এরা এমন এক প্রশিক্ষিত কম্যান্ডো বাহিনী, যারা শত্রুকে তাড়া করে এলাকা ছাড়া করে। মূলত স্থলপথে যুদ্ধের জন্য এদের প্রশিক্ষিত করা হয়। যে কোনও ধরনের প্রতিকূল পরিস্থিতিতে গরিলা যুদ্ধে ভয়ঙ্কর রকমের দক্ষ স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। পাহাড়ের উপরে লড়াই থেকে শুরু করে প্যারাসুটে ঝাঁপ দিয়ে শত্রুকে খতম করতে ওস্তাদ স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। পণবন্দিদের উদ্ধারেরও প্রশিক্ষণ আছে এদের। এই কম্যান্ডো বাহিনীর একটি ইউনিটকে সিয়াচেন হিমবাহে পাহারার কাজে মোতায়েন করা হয়।
No comments: