দেখুন বাস্তবের হাল্ককে, ‘দ্য ইরানিয়ান হাল্ক’


ছবিতে বিশাল চেহারার ‘হাল্ক’-কে দেখেছেন অনেকেই।অনেকেরই ইচ্ছা হাল্ক এর মতো শক্তি পাওয়ার। কিন্তু সেটা তো শুধু কল্পনাই সম্ভব বাস্তবে কি আর সম্ভব? 
হাঁ সম্ভব ইরানের এক ২৪ বছরের ছেলে এটাকেই বাস্তবে করিয়ে দেখিয়েছেন। আপনাদের মনে হচ্ছে কি করে সম্ভব ? ইনস্টাগ্রামের সৌজন্যের এমনি এক বালকের খোঁজ পাওয়া গেছে।কল্পিত নয় বাস্তব। কোনোরকম এডিট নয় সম্পূর্ণ সত্যি।

 ইরানের "সাজাদ ঘারিবি" কল্পিত চরিত্র নন। তিনি বাস্তবে বিশালবপু। সেই কারণেই ছবির সুপারহিরোর সঙ্গে তুলনা করা হচ্ছে তাঁর। 

বাস্তবের ‘হাল্ক’-এর ওজন ১৭৫ কেজি। 


সাজাদের বয়স ২৪।


তিনি পাওয়ার-লিফটিং করেন। এটাই তাঁর চেহারার সঙ্গে মানানসই।


ইরানের এই বডি বিল্ডারকেই এখন বিশ্বের সবচেয়ে বিশালাকার পুরুষ বলা হচ্ছে।



 ‘দ্য ইরানিয়ান হাল্ক’, ‘পার্সিয়ান হারকিউলিস’ নামে ডাকা হচ্ছে সাজাদকে।

তাঁর সম্বন্ধে অবশ্য বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।


অনুমান করা সহজ, দিনের অনেকটা সময় শরীরচর্চা করেই কাটে সাজাদের।


তিনি ছবি তুলতেও ভালবাসেন।


ইনস্টাগ্রামে সাজাদের ‘ফলোয়ার’-এর সংখ্যা ৫০ হাজারেরও বেশি।


সাজাদের ছবি দেখে অনেকেই বিশ্বাস করতে চান না, বাস্তবে এমনটা হতে পারে।




















তবে সত্যিই এরকম বিশাল চেহারা ইরানের এই যুবকের। ছবিতে কোনওরকম কারসাজি করা হয়নি।
তবে অনেকে মনে করেন এটা সম্ভব , অতিরিক্ত স্টেরইড নেবার সাইড ইফেক্ট | মেডিকেল সাইন্স অনুজাই স্টেরইড এর ইঞ্জেক্ট এর ফলে ইটা হযেছে. এরম উদাহরণ আরো আছে। 

No comments:

Powered by Blogger.