বিশ্বের যে ২৫টি দেশে আপনি বিনা ভিসাতেই ঘুরতে যেতে পারেন!
ওয়েব ডেস্ক : বিদেশে বেড়াতে যেতে চান? আবার ভিসার ঝামেলাও পোহাতে চান না? তাই কখনও হয়? হ্যাঁ হতে পারে। ২৫টি এমন দেশ রয়েছে, যেখানে বিনা ভিসাতেই আপনি যেতে পারেন। পাসপোর্টটি শুধু পকেটে রাখতে হবে। তবে ভিসা সব জায়গায় লাগবে না।
কোন কোন দেশ?
নেপাল: ভারতীয় হলে নেপালে যেতে পাসপোর্ট, ভিসা, ভোটার আই কার্ড কিছুই লাগে না। নিজের গাড়ি নিয়ে সড়কপথেও যেতে পারেন।
ভূটান: ভূটানে সড়কপথেই যান অধিকাংশ ভারতীয়। সেদেশে ঢোকার পর একটি অনুমতিপত্র করিয়ে নিতে হয়।
হংকং: লন্ডনে ভিসা লাগে। কিন্তু, প্রাচ্যের লন্ডনে লাগে না। সুবাসিত বন্দনে বিনা ভিসায় থাকতেও পারবেন ১৪ দিন।
মালদ্বীপ: মধুচন্দ্রিমার আদর্শ গন্তব্য। বিনা ভিসায় থাকতে পারেন ৩০ দিন। পাসপোর্ট ও রিটার্ন টিকিট লাগে।
মরিশাস: ভিসা জোগাড় করে যেতে হয় না। পৌঁছে ভিসা করিয়ে নিলেই হয়।
জর্ডন : ভিসা নিয়ে যেতে হয় না। পৌঁছে ভিসা জোগাড় করতে পারেন।
কম্বোডিয়া: পৌঁছে ৩০ দিনের ভিসা করানো যেতে পারে। তবে সাহসী পোশাক ও সেলফি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে।
বলিভিয়া: ভারতীয় পাসপোর্ট রয়েছে। বলিভিয়া পৌঁছে ৩০ দিনের ভিসা করিয়ে নিতে পারেন।
ম্যাকাও: ম্যাকাও যেতে ভারতীয়দের পাসপোর্ট বা ভিসা কিছুই লাগে না।
জামাইকা: ওয়েস্ট ইন্ডিজের জামাইকায় ভারতীয় নাগরিকদের ভিসা লাগে না।
ফিজি: তিরিশটি দ্বীপের দেশে ভারতীয়দের ভিসা লাগে না।
হাইতি: ৬ মাসের ভ্যালিডিটি রয়েছে এমন পাসপোর্ট চাই। তাহলেই বিনা ভিসায় তিন মাস থাকতে পারবেন এই দেশে।
ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড: পৌঁছে ভিসা করানোর সুবিধা রয়েছে। একমাস পর্যন্ত থাকার অনুমতি পাবেন।
মাইক্রোনেশিয়া: ৬০৭টি দ্বীপ দিয়ে তৈরি এই দেশ। বিনা ভিসায় এদেশে থাকতে পারবেন ৩০ দিন।
সেন্ট কিটস ও নেভিস: ভারতীয়দের এই ক্যারিবিয়ান দেশে ভিসা লাগে না। বৈধ পাসপোর্ট থাকলেই হল।
সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডা: এই ক্যারিবিয়ান দেশে ভারতীয়দের ভিসা লাগে না। তবে পারমিট করাতে হয়। যার সময়সীমা একমাস।
ত্রিনিদাদ ও টোবাগো: ব্রায়ান লারার দেশে ভারতীয়দের জামাই আদর। বিনা ভিসায় থাকা যায় তিন মাস।
ডমিনিকা: বিনা ভিসায় এদেশে ছ মাস থাকতে পারেন কোনও ভারতীয়।
ভানুয়াতু: ৮০টি দ্বীপের দেশ। ভারতীয় হলে ভিসা ছাড়া থাকতে পারেন ৩০ দিন।
উত্তর সাইপ্রাস: ভারতীয় হলে বিনা ভিসায় থাকা যায় তিন মাস। চাই বৈধ পাসপোর্ট, রিটার্ন টিকিট ও কিছু বৈধ নথি।
তুর্ক ও কায়কো দ্বীপপুঞ্জ: ভারতীয়দের এদেশে ভিসা লাগে না।
কিশ আইল্যান্ড: অনন্যসুন্দর দ্বীপরাষ্ট্রে ভিসা লাগে না।
কুক আইল্যান্ড: ৩১ দিন থাকতে ভিসা লাগে না।
পিটকেয়ার্ন আইল্যান্ড: দ্বীপের জনসংখ্যা মাত্র পঞ্চাশ। ১৪ দিন পর্যন্ত ভিসা লাগে না।
মঁসেরাত: বৈধ পাসপোর্ট থাকলেই এই দেশে উড়ে যাওয়া যায়।
হদিশ দিয়ে দিলাম। আর কী? এবার টিকিট কাটুন, ব্যাগ গুছান আর বেড়িয়ে পড়ুন। বিনা ভিসায় বিদেশভ্রমণ খুব কঠিন নয়। তবে আবারও বললাম, পাসপোর্টটি কিন্তু মনে করে সঙ্গে রাখবেন।
No comments: