Friday, April 11 2025

বাতিল হতে পারে আপনার প্যান কার্ড, হাতে মাত্র দু’দিন সময়

সরকারি নির্দেশিকা অনুযায়ী, ৩০ জুনের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ না করলে বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ডটি।
১ জুলাই থেকে আয়কর রিটার্নস জমা দেওয়ার সময় প্যানের সঙ্গে আধার নম্বর যোগ করা বাধ্যতামূলক।
 না করলে আয়কর আইনের ১৩৯এএ ধারা অনুযায়ী, সরকার কোনও একটি নির্দিষ্ট সময়ের পরে প্যান কার্ড বাতিল করে দিতে পারে।
বুধবারই এই সংক্রান্ত সংশোধিত আয়কর নিয়মাবলীর বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এই নিয়ম চালু হলে একজনের পক্ষে একাধিক প্যান কার্ড ব্যবহার করা সম্ভব হবে না। কর ফাঁকি দেওয়াও কঠিন হবে। কারণ যিনি প্যান কার্ড ব্যবহার করছেন, তাঁর আধারের বায়োমেট্রিক তথ্য সব হাতের মুঠোয় থাকবে সরকারের কাছে।
যদি কেউ আয়করের আওতায় নাও আসেন, তাঁকেও প্যানের সঙ্গে আধার সংযুক্ত করিয়ে নিতে হবে। 
তবে সুপ্রিম কোর্টের নির্দেশ, যাঁদের সরকারি অসুবিধার কারণে এখনও আধার কার্ড হয়নি, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম এখনই প্রযোজ্য নয়। তবে তাঁদের আধারের জন্য আবেদন করতে হবে তাড়াতাড়ি। কিন্তু যাঁদের আধার ও প্যান দুটিই রয়েছে, তাঁরা সুপ্রিম কোর্টের এই নির্দেশের সুবিধা পাবেন না।
জেনে নিন কী ভাবে অনলাইনে আধার-প্যান সংযুক্ত করবেন:
আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইট https://incometaxindiaefiling.gov.in/ এ গিয়ে ‘প্রোফাইল সেটিংস’ ট্যাবে ক্লিক করে ‘লিঙ্ক আধার’-এ যান। 
সেখানে প্যান কার্ডের নম্বর, নাম ও জন্ম তারিখ এবং আধারের নম্বর ও জন্ম তারিখ দিয়ে প্যান ও আধার সংযুক্ত করতে পারেন।

No comments:

Powered by Blogger.