মার্ক জুকেরবার্গের নয়া আবিষ্কার! ইন্টারনেট ছাড়াই ফেসবুক
মাত্র দুই দিন হল, দুই বিলিয়ন লক্ষ্যমাত্রা পেরিয়েছেন মার্ক জুকেরবার্গ। সাফল্য উপভোগ করতে-না-করতেই মার্ক জুকেরবার্গ ছকে ফেলেছেন নতুন প্ল্যান। হাতের মুঠোয় পৃথিবীর এক তৃতীয়াংশ জনতা, এবার ছুঁতে হবে বাকি দুই তৃতীয়াংশকে। মানে এবার লক্ষ্য চার বিলিয়ন!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqlG6PJuBFTzdv4NBS9xIKrhuQxI2AtNACAaFrA3zcXugihhyphenhyphenskm4TC6pvGQZ7GRyiOas_eJH8XxWNH6Ecp-wdV6lnnOYelTP0foFJ0VA3kX9ra5Y19aklyZneIGHD0MBt-zT4TGqfixCU/s320/mark+3.jpg)
অ্যাকিলার জ্বালানি সৌরশক্তি। তাই অতি অল্প খরচেই সম্ভবপর হবে এই অসাধ্যসাধন। সারা পৃথিবীর মানুষকে একই সুতোয় গাঁথার উদ্দেশ্য সফল হবে, কেউই আর বিচ্ছিন্ন হয়ে থাকবেন না, এমনটাই আশা করেন তিনি। অতি সম্প্রতি সাহারা মরুভূমির বিস্তৃতিতে পরীক্ষামূলকভাবে ওড়ানো হল এই অ্যাকিলাকে। যাত্রাপথ জুড়ে অসংখ্য অজানা তথ্য সংগ্রহ করে এনেছে সে, যা আসলে ভবিষ্যৎদ্রষ্টা মার্কের ঠোঁটে হাসি ফুটিয়েছে।
হাসি ফুটতে চলেছে অনগ্রসর সব দেশের মানুষের মুখেও। ইন্টারনেট ছাড়াই যদি জনসংযোগ হয়, তাহলে অনেকের স্বপ্নই তো একসঙ্গে সফল হবে
No comments: