আপনি কি আপনার কাছাকাছির কোনো ওয়াই-ফাই পরিসেবা বেবোহার করতেচান খুবতারাতারি?????
আপনার কাছাকাছি ফ্রি এর কোনো ওয়াই-ফাই পরিসেবা বেবোহার করতে হলে বিসয়টি পড়ুন খুভভালো করে
আমাদের
সবকিছুই খুব তারাতারি সাধারণ
ভাবে এসেজায় বিভিন্ন আপ
এর মাধ্যমে। তাই
এর সমাধান ও হবে
এই সমস্ত আপ এর
দাড়াই। WifiMapper এই আপ টির নাম শুনেছেন না সুনে থাকলে তারাতারি গুগল প্লেস্তর থেকে ডাউনলোড করেনিন
শহরের বিভিন্ন এলাকায় এখন ফ্রি ওয়াই-ফাই পরিষেবা চালু হয়েছে।
কিন্তু, কোথায় কোথায় ফ্রি ওয়াই-ফাই জোন রয়েছে তা তো সবার পক্ষে জানা
সম্ভব নয়। তাই এই অ্যাপটি
দরকার।
কোথায় গেলে
ফ্রি ওয়াই-ফাই পরিষেবা পাওয়া
যায় তা
জানা যাবে
এই অ্যাপটি
দিয়ে।অন্য কারও
সাহায্য নিতে হবে না।
আপনার স্মার্টফোনে
এই অ্যাপ্লিকেশনটি
থাকলে সে
নিজেই জানিয়ে
দেবে।
নাম—‘ওয়াইফাই
ম্যাপার’।
গুগ্ল
প্লে স্টোর
থেকে নামিয়ে
নিন WifiMapper অ্যাপটি। এক নজরে অ্যাপ্লিকেশনটির
ফিচারগুলি দেখে
নিন—
১। আপনি যেখানে আছেন
তার নিকটতম
স্থানের ফ্রি
ওয়াই-ফাই
সুবিধের স্পট
ম্যাপের মাধ্যমে
জানাবে এটি।
২। ওয়াই-ফাই স্পটটি
কেমন, সে
বিষয়ে বিস্তারিত
তথ্য জানা
যাবে।
এমনকী, মন্তব্যও
করা যাবে।
৩। আপনি চাইলে নতুন
ফ্রি ওয়াই-ফাই স্পটের তথ্য
যুক্ত করতে
পারবেন।
৪। আগে যে ওয়াই-ফাই সংযোগ ব্যবহার
করা হয়েছে
সেটির হিস্ট্রি
জানা যাবে।
৫। আপনি অন্য রাজ্যে
গেলে আপনাকে
রোমিং ডেটা
ব্যবহার করতে
হবে না।
No comments: