থানায় অভিযোগ লেখানোর জন্য মহিলাকে ধরে 'বডি মাসাজ' করাল পুলিশ!
ঘটনাটি সংবাদমাধ্যমে আসার পরই হইচই পড়ে গিয়েছে। মহিলা সমাজকর্মীরা অবিলম্বে ওই সাব ইন্সপেক্টরের ইস্তফা দাবি করেছেন ও মামলার দাবি জানিয়েছেন। এমনকী বিষয়টি মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবের কান পর্যন্তও পৌঁছে দেওয়া হয়েছে।
মহিলার নাম জানা যায়নি। তবে জানা গিয়েছে, তিনি গত বৃহস্পতিবার স্থানীয় কোতয়ালি থানায় নির্দিষ্ট অভিযোগ জানাতে গিয়েছিলেন। তবে সাব ইন্সপেক্টর সাফ জানান, আগে মাসাজ করে দিতে হবে, তারপর সমস্ত অভিযোগ শোনা ও নেওয়া হবে।
এরপরে পুলিশ স্টেশনের মধ্যেই খালি গায়ে বসে পড়েন পুলিশ আধিকারিক। রিপোর্ট লেখাতে গিয়ে মহিলাকে শেষপর্যন্ত মাসাজ করতে হয়। ঘটনাচক্রে পাশে বসে সবকিছু মুখ বুজে সহ্য করতে হয়েছে মহিলার স্বামীকে। বরপক্ষকে দিয়ে ১০ হাজার গাছ পুঁতিয়ে বিয়ের পিঁড়িতে বসল কনে যদিও পুলিশের দাবি, মহিলা ও তাঁর স্বামী অভিযোগ লেখাতে নয়, আয়ুর্বেদিক তেল বিক্রি করতে পুলিশ স্টেশনে আসেন। কীভাবে তেল মালিশ করতে হবে সেটা পুলিশকর্মীদের বোঝাতে গিয়েই মহিলা মাসাজ করেন বলে সাফাই তাদের।
No comments: