ভারতের এই পাঁচ স্থানে আপনি কাটাতে পারেন দেহের সম্পূর্ণ পোশাক ছাড়া


" নগ্নতা "৷ বিদেশে ইদানীং বাড়ছে পোশাক থেকে মুক্ত হওয়ার চল৷ লন্ডন, অস্ট্রেলিয়া, জাপানে ইতিমধ্যেই খুলে গিয়েছে নগ্ন রেস্তোরাঁ৷ তবে বহুদিন ধরেই বিদেশের সমুদ্রতটে অবাধ বিচরণ অনাবরণ দেহের৷
নগ্ন সৌন্দর্যের এই চল কিন্তু ভারতবর্ষে সনাতন কাল থেকেই চলে আসছে৷ কোনারক, খাজুরাহো তাঁর খোদিত নিদর্শন৷ শুধু ইতিহাসই নয়, বর্তমান ভারতবর্ষের গহ্বরেও রয়েছে এমন কিছু স্থান যেখানে নগ্নতা পায় মুক্তির আস্বাদ৷
১) লক্ষদ্বীপের নীল জলরাশির মাঝেই রয়েছে শান্ত নিরিবিলি অগতি আইল্যান্ড বিচ৷ যেখানে সম্পূর্ণ নগ্নতা উপভোগ করতে পারেন পর্যটকরা৷ 

২) কর্ণাটকের গোকর্ণের ওম বিচে নীল সমুদ্র আর রেড ক্লিফের মাঝে পোশাক মুক্ত হয়ে ‘সান ট্যান’ অনায়াসেই নিতে পারেন পর্যটকরা৷

৩) গোকর্ণতেই রয়েছে প্যারাডাইস বিচ৷ যেখানে স্বর্গীয় প্রকৃতির মাঝে আদিম যুগে ফিরে যেতে পারেন বর্তমানের অতিথিরা৷

৪) সারি সারি নারকেল গাছ ও ব্যাকওয়াটারের সৌন্দর্যে নজর কাড়তে বাধ্য কেরালার মারারি বিচ৷ তবে পর্যটকদের মুখ্য আকর্ষণ এর শান্ত পরিবেশের নগ্নতাই৷

৫) খুব সহজে খুঁজে পাওয়া যায় না৷ তবে একবার খুঁজে পেলে গোয়ার ওজরান বিচের নগ্ন সৌন্দর্য ভোলার নয়৷

No comments:

Powered by Blogger.