এখনই জেনে নিন হোয়াটস অ্যাপের নতুন ফিচার্সগুলি
তথ্যপ্রযুক্তি বা টেকনোলজি মানেই রোজ রোজ নতুন নতুন সংযোজন। একঘেয়ে টেকনোলজি মোটেই ব্যবহারকারীদের ভালো লাগে না। আর তাই রোজ আপডেট হতে থাকে তথ্যপ্রযুক্তি । ফেসবুক অন্তর্গত জনপ্রিয় মেসেজিং সাইট হোয়াটস অ্যাপ যেমন। ব্যবহারকারীদের খুশি করতে রোজ রোজ নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে। প্রায় প্রত্যেক সপ্তাহতেই কোনও না কোনও নতুন ফিচার্স নিয়ে আসছে হোয়াটস অ্যাপ । জেনে নিন হোয়াটস অ্যাপের নতুন কয়েকটি ফিচার্স ।
১) পিনড চ্যাটস- পিনড চ্যাটস নামে নতুন একটি ফিচার্স সংযোজন করেছে হোয়াটস অ্যাপ । যার মাধ্যমে আপনি সবচেয়ে বেশি ৩টি চ্যাট তালিকার একেবারে উপরে সবসময় রাখতে পারবেন।
কীভাবে কোনও চ্যাটকে পিন করবেন?
প্রথমে যে চ্যাটটিকে পিন করতে চাইছেন, তার উপর অনেকক্ষণ প্রেস করুন। এবার টপ বারে পিন আইকনটি চলে আসবে। পিন আইকনে ক্লিক করলেই আপনার পছন্দের চ্যাটটি পিন হয়ে যাবে।
২) নিউ রেকর্ডেড স্ন্যাপচ্যাট লাইক স্ট্যাটাস ফিচার-
এতদিন পর্যন্ত আপনি স্ট্যাটাসে শুধুমাত্র কোনও টেক্সট দিতে পারতেন। এবার আপনি স্ট্যাটাসে ভিডিও কিংবা ছবি দিতে পারবেন। এবং সেই স্ট্যাটাসটি ২৪ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে।
৩) মিডিয়া শেয়ারিং লিমিট ইনক্রিজ টু ৩০-
হোয়াটস অ্যাপে এবার মিডিয়া শেয়ারিং লিমিট ১০ থেকে বাড়িয়ে ৩০ করা হল।
৪) ফোটো বান্ডিল, ভিডিও স্ট্রিমিং, ফোটো ফিল্টার ফিচার্স-
হোয়াটস অ্যাপের ফোটো বিল্ডিং ফিচার্সে ছবি কিংবা ভিডিও আপনি এখন অ্যালবামের মাধ্যমে পাঠাতে পারবেন।
৫) অল টাইপ ফাইল ট্রান্সফার-
এখন আপনি হোয়াটস অ্য়াপে সব ধরণের ফাইল পাঠাতে পারবেন।
৬) নিউ ভিডিও কলিং বাটন-
অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে আপনি এখন হোয়াটস অ্যাপে ভিডিও কলিংয়ের জন্য আলাদা বাটন পাবেন।
No comments: