Friday, April 11 2025

গাড়িতে AC চালাচ্ছে? স্বয়ং যমরাজকে ইনভাইট করছেন

AC ছাড়া বাঁচতে পারেন না? বাড়িতে AC। অফিসে AC। তার ওপর গাড়িতেও AC চাই? জানেন না কী করছেন। স্বয়ং যমরাজকে ইনভাইট করছেন আপনার জীবনে। গাড়িতে চড়ুন। AC অন করুন। আর বেডরুমের পরিবেশ পান। লোভনীয় বিজ্ঞাপনে আমাদের কে না মজে যাই? এই বাড়তি আরামের লোভই আমাদের ঠেলে দিচ্ছে বাড়তি বিপদের মুখে। সমস্যা গুরুতর।

কাচবন্ধ গাড়ি যদি রোদে পার্ক করানো যাতে এবং বাইরের তাপমাত্রা যদি ১৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে ভিতরে ২-৪ হাজার মিলিগ্রাম বেঞ্জিন জমা হয়। গাড়িতে বসার সঙ্গে সঙ্গে AC অন করে দিলে ওই জমা বেঞ্জিনই বের হয়ে শ্বাসপ্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরে ঢোকে, যা আমাদের সহনক্ষমতার ৪০ গুণ বেশি। দীর্ঘদিন ধরে শরীরে বেঞ্জিন ঢোকার প্রভাব মারাত্মক।

এর ফলে, অস্থিমজ্জার কর্মক্ষমতা কমে। লোহিত কণিকার উত্‍পাদন কম হয়। রক্তাল্পতা দেখা দিতে পারে। অ্যান্টিবডি তৈরির ক্ষমতা কমিয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। ঋতুচক্র অনিয়মিত হতে পারে। লিউকোমিয়া বা রক্তের ক্যানসার হতে পারে।

No comments:

Powered by Blogger.