এবার বিদেশি ভাষা অনুবাদ করে শোনাবে আপনার নিজেস্স ভাষায় ‘ডব্লিউটি-২’ হেডসেট
বিদেশ ভ্রমণের সময় ভিন্ন ভাষা না জানার কারণে যোগাযোগ সমস্যার সম্মুখ্যিন হতে হয় অনেককে। এই সমস্যা দূর করতে ভাষা অনুবাদ করে শোনাবে এমন অবিশ্বাস্য একটি ব্লুটুথ হেডসেট তৈরী করেছে টাইমকেটেল কোম্পানি।
ডব্লিউটি-২ নামে নতুন এই গ্যাজেটটি পরে সহজেই অন্য ভাষায় বলা অন্যের কথা বুঝতে পারবে ব্যবহারকারী।
টাইমকেটেল কর্তৃপক্ষ জানায়, আগস্ট মাস থেকে চালু করা হবে গ্যাজেটটির প্রচারাভিযান। তবে এটির দাম কত হবে তা নিয়ে এখনও নির্দিষ্ট কিছু প্রকাশ করেনি তারা। ডব্লিউটি-২ হেডসেট দিচ্ছে দুই কানের জন্য এক জোড়া ডিভাইস, যা অনুবাদ কাজ পরিচালনা করার জন্য আইওএস প্ল্যাটফর্মের যে কোন ডিভাইসের ব্লুটুথ এর সাথে সংযোগ করতে হবে। এরপর অ্যাপল ডিভাইসের একটি নির্দিষ্ট অ্যাপ দিয়ে এর পরবর্তী পরিচালনা সম্ভব হবে।
অনুবাদ করার সময় প্রতি শব্দের মাঝে প্রায় তিন সেকেন্ডের সংক্ষিপ্ত বিলম্ব থাকলেও ওই কোম্পানি বিলম্ব এক সেকেন্ডে কমিয়ে আনার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। বর্তমানে ডিভাইসটি শুধুমাত্র চীনের মান্দারিন ভাষা থেকে ইংরেজি অনুবাদ করতে সক্ষম। তবে খুব শীঘ্রই আরো অনেকগুলো ভাষা যোগ করার ব্যাপারে আশাবাদী টাইমকেটেল।
No comments: